এই শীতে আপনার ত্বকের যত্ন নিবে যে বিশেষ পানীয়
শীতকালে ত্বকের যত্ন নেয়ার সময় পান না অনেকেই। কিন্তু যত্নের অভাবে শীতে ত্বক যেমন শুষ্ক হয়, তেমনই তার স্বাভাবিক উজ্জ্বলতাও হারিয়ে যায়। রূপবিশেষজ্ঞ মতে, ঘরোয়া উপায়ে ত্বকের শুষ্কতা দূর করে তাকে উজ্জ্বল করে তুলতে বিশেষ একটি পানীয় খাওয়া যায়। যে কোনো ধরণের ত্বকের জন্যই এই পানীয় কার্যকরি। কী কী উপাদান দিয়ে তৈরি করা যায় এই পানীয় জেনে নিন।
উপকরণ
ত্বকের যত্নের জন্য অত্যন্ত কার্যকর এই পানীয় বানাতে প্রয়োজন দুইটি গাজর, একটি কমলালেবু, একটি বিট, একটি টমেটো এবং একটি লেবু।
প্রণালি
গাজর ও বিট সেদ্ধ করে নিন। এবার কমলালেবুর বীজ বের করে সব উপাদান ব্লেন্ড করে নিন। এতে যোগ করুন একটু লবণ ও আদা।
প্রতিদিন সকালে এই বা বিকেলে খালি পেটে এই পানীয় খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন। গাজরের ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন ত্বকের জ্বালাপোড়া রোধ করে। লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের টক্সিনকে বের করে।
বিট ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে ও দাগ দূর করে। আর লেবু প্রাকৃতিক স্ক্রাবার যা ত্বকের মৃতকোষ সরিয়ে তাকে ভিতর থেকে সুস্থ রাখে।
রূপবিশেষজ্ঞদের মতে, এই পানীয় এতটাই কার্যকর যে বিয়ের আগে হবু কনে দ্রুত সুন্দর ত্বক পেতে শীতের এই সময়ে তার খাদ্যতালিকায় এটি রাখতে পারেন।