একা থাকা শরীরে যদিও সয়
ভূমিপুত্র
একা থাকা তোমাকে মানায়না কেনো?
একা থাকা আমাতে সয়না কেনো?
একা থাকা শরীরে যদিও সয়
হৃদয়ে সয়না মোটে…..
একা থাকে বৃক্ষসকল, সবুজ পাতার দল
একা থাকে ফাল্গুনী রোদ
একা একা গান গায় বহুবিধ পাখি
একা একা ঘুম যায়
সরস্বতী নদীর স্রোতে জলছোয়া সূর্যকিরণ
একা বাচে হুতুম পেচার চোখে আশ্বিনী রাতের শিশির
আর মরমী হাছন রাজার কাঙ্ক্ষিত নবমীর চাঁদ।
একা থাকা বৃক্ষ বা পাখি
দুহাতে চাপড়ে নিজ বুক
কোনকালে কেঁদেছে শোনেনি কেউ
বলেনিতো ঠাকুমা শৈশবে শিশুদের কানে
শুধু একা হলে আমাদের কেউ
নৈঃশব্দে নিপতিত একাকি মানুষ
একা হওয়া নিরাশ্রয় কাঙাল হৃদয়
দুচোখে থৈ থৈ জল নিয়ে আকাশে তাকায়…
(Visited 1 times, 1 visits today)