কার্ডিফের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করল জেএমআই গ্রুপ
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং জাতি হিসাবে এগিয়ে যেতে গুনগত শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প গোষ্ঠী জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুর রাজ্জাক। আজ সকালে রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর অন্যতম প্রধান ইংলিশ মিডিয়াম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ছয়জন কৃতি শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানায় জেএমআই গ্রুপ। এসময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পরে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের সকল অবিভাবকদের সাথে স্কুলের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক খায়রুজ্জামান, উপদেষ্টা ইয়ারুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ্য আয়শা শরমিন চৌধুরী। অনুষ্ঠানে আগত অভিভাবকগণ তাদের মুল্যবান পরামর্শ ব্যক্ত করেন এবং শেষ পর্যায়ে প্রধান অতিথি নিজে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।