জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করল সিআইএসডি
মনোমুগ্ধকর ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৬ এপ্রিল, ২০১৯ (৩ বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ) কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ধানমণ্ডি শাখায় পালিত হল সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব খায়রুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এবং বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুর রাজ্জাক, উপদেষ্ঠা জনাব ইয়ারুল কবীর, এবং অধ্যক্ষ আয়শা শরমিন চৌধুরীসহ আরও অনেকেই।
কার্ডিফের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী র্যালি ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। অতিথিবৃন্দ ও অধ্যক্ষের বক্তব্যের পর শুরু হয় মূল অনুষ্ঠান। নাচ,গান,নাটক,কবিতা ইত্যাদির মাধ্যমে বর্ষবরণের আন্তরিক প্রয়াস ছিল চোখে পড়ার মত। ছিল বৈশাখী মেলা,ফ্যাশন শো, অভিভাবকদের জন্য ধাঁধাঁ প্রতিযোগিতা যেখানে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস ছিল।সবশেষে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।