জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২৩-২৪ এর নবনির্বাচিত সদস্যরা।
আজ (১১ অক্টোবর) বিকাল ৫ টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এই শ্রদ্ধা জানানো হয়।
বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি মো: আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহ মোঃ জহরুল ইসলাম এর নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খাদিজা জাহান তান্নি, যুগ্ম-সাধারণ সম্পাদক অহনা মজুমদার , সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল শেখ, দপ্তর সম্পাদক মোঃ রিশাদ হোসেন , প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদ আহসান আকাশ,অর্থ সম্পাদক হাবিবুর রহমান উৎস এবং কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রানা ।
নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল ওহাব বলেন, ‘স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ছিল অতুলনীয়। সেই আদর্শের প্রতি সন্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। নতুন উদ্যমে সত্য ও ন্যয়ের উপর অটুট থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিক সমিতি পূর্বের ন্যায় কাজ করে যাবে।।’
উল্লেখ্য, গত সোমবার (৯ অক্টোবর) বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।