বশেমুরবিপ্রবিতে তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত – শিক্ষক নিয়োগ ও পদন্নোতিতে অনিয়মের অভিযোগের সত্যতা অনুসন্ধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বশেমুরবিপ্রবিতে তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিয়োগ ও পদোন্নতি সম্পর্কে তথ্য যাচাই-বাছায়ের জন্য ১৩টি বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট অনুষদের ডিনদের ডাকা হয়। বিভাগসমূহ হল- এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ,ফুডইঞ্জিনিয়ারিং ,পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং,টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট,রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ফিসারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স এবং কৃষি বিভাগ।
এ বিষয়ে একাধিক বিভাগের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলেও কেউই এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, ‘তদন্ত চলমান অবস্থায় এ বিষয়ে মন্তব্য করার কোন সুযোগ নেই।’
উল্লেখ্য যে, কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ ও পদন্নোতিতে অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ রিজেন্ট বোর্ডে কয়েকটি বিভাগে নিয়োগ ও পদন্নোতি স্থগিত করা হয়। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য হিসবে রয়েছেন বশেমুরবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, ড. শেখ মোঃ বখতিয়ার এবং মূকেশ চন্দ্র বিশ্বাস।