রাজধানীতে বিপিএইচআরএস এর মেম্বারস গালা নাইট ২০১৯ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস হিউম্যান রিসোর্সেস সোসাইটি (বিপিএইচআরএস) এর মেম্বারস গালা নাইট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার আরাজ রুফটপ রেষ্টুরেন্টে এ গালা নাইট অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রেসিডেন্ট মুনিরুল ইসলাম এফসিএমএ, জেনারেল সেক্রেটারি ড. সায়েম আহমেদ পিএইচডি, নিলয় মটরর্স এর চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম ও হেড অফ কর্পোরেট সেলস তানিম কুরাইশী, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাসহ বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানির এইচআর কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলের মধ্যে আকর্ষনীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। অনুষ্ঠানটি স্পন্সর করে নিলয় মটরস লি.। অনুষ্ঠানে উপস্থিত সবাই বনানীতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।